বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর এলাকায় লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজে অনিয়মের অভিযোগে মেয়রসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক বিপ্লব হোসেন বাদী হয়ে গতকাল মামলাটি করেন। তারা হলেন- মোস্তফা মোহাম্মদ মাসুদ, এ কে এম রশীদ আহমেদ, এস এম সিরাজুল হক আলমগীর, শিব্বির আহম্মেদ আজমী, রাজীব কুমার গুহ এবং এ কে এম জিন্নাতুল হক।

জানা যায়, পৌর এলাকার বেড়াডোমা লৌহজং নদীর ওপর এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন সেতুটি বাস্তবায়ন করছিল টাঙ্গাইল পৌরসভা। নির্মাণ ব্যয় ধরা হয় ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। ৪০ মিটার দৈর্ঘ্য আর ৮ মিটার প্রস্থের সেতুটির কাজ শুরু হয় ২০২০ সালের ১২ নভেম্বর। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। কাজ শেষ হওয়ার আগেই ওই বছরের ১৬ জুন রাতে সেতুর একাংশ ডেবে যায়। পরবর্তীতে দুদকসহ বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেতুটি ডেবে যায় বলা হয় দুদকের মামলায়।

সর্বশেষ খবর