বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ মোল্লা (১৯) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আরিফ কালমেঘা ইউনিয়নের ইউনূস মোল্লার ছেলে। আহতরা হলেন- মিলন হাওলাদার, কাউসার, হাসান হাওলাদার ও শামীম হাওলাদার।

জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার ঠিকাদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকার আটজন শ্রমিক সোমবার বিকালে পাথরঘাটার রূপধন এলাকার আজাদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপন করতে আসেন। সন্ধ্যায় মাটির গভীরে ঢুকানোর সময় একটি লোহার পাইপ ছিঁড়ে পাশে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান আরিফ। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনজনকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পাথরঘাটা থানার পরিদর্শক-তদন্ত সাইফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর