বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাত জেলায় সড়কে আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে আট প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

টাঙ্গাইল : মির্জাপুরে বাস ও ট্রাকের সংর্ঘষে নারীসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের সুপারভাইজার নীলফামারী জেলার মুগলী মিয়া (৩৫) ও যাত্রী দুলাল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০)।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় দুই আলমসাধুর (ভটভটি) সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এ সময় অন্য আলমসাধু চালক ইব্রাহিম হোসেন (৪০) আহত হন। গতকাল সকালে উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর : মঙ্গলবার রাতে শহরের টেলিফোন অফিসের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অহিদুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট : গতকাল ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ক্ষেতলাল উপজেলার ইটাখোলা এলাকার ক্ষেতলাল-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ : বানিয়াচং সড়কের সুনারু এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক মারা গেছেন।

গাইবান্ধা : জেলায় মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে নিচে চাপা পড়ে নাফিজ শাহরিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লালমনিরহাট : কালীগঞ্জে গতকাল ট্রাকের চাপায় রঞ্জু (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু একই উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালী এলাকার মৃত ভেলু শেখের ছেলে।

সর্বশেষ খবর