বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অটোচালক হত্যা মামলায় মৃত্যুদন্ড চারজনের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে অটোচালক সোহেল ওরফে বদন খন্দকার (৩৮) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভৈরব উপজেলার ছনছড়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), একই গ্রামের আবু মিয়ার ছেলে মো. রব্বানী (২৫), ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪) ও বাঁশগাড়ি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. কাজল (৩৩)। গতকাল কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

সোহেল ওরফে বদন খন্দকার কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া গ্রামের আজিজুল ইসলাম খন্দকারের ছেলে। কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু নাসের মো. ফারুক সনজু বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর