বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

নীলফামারী প্রতিনিধি

সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

ভারী বর্ষণে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটি ভেঙে গেছে। ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। বাহাগিলি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে ওই সড়কের ছোটপুল নামকস্থানে ভেঙে যায়। এরপর থেকে সড়কটি দিয়ে ভারী যানবহন চলাচল বন্ধ রয়েছে।

সড়কটি দিয়ে চলাচলকারী ইজিবাইকচালক দেলোয়ার হোসেন বলেন, পাঁচ বছর ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। তার ওপর আবার চলতি বর্ষায় এক কিলোমিটার সড়কের ২০ থেকে ৩০ জায়গায় ভেঙে গেছে। কয়েক দিন আগে ওই সড়ক দিয়ে মালবোঝাই ভ্যান উল্টে যায়। ভ্যানচালক অল্পের জন্য বেঁচে যান। পথচারী আনোয়ার হোসেন জানান, সড়কটি সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। তার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, আমি খোঁজ নিয়ে আপাতত মানুষ যেন চলাচল করতে পারে সে ব্যবস্থা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর