বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে শিক্ষার্থীরা

দিনাজপুরের চিরিরবন্দরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছে শিক্ষক, গার্লস গাইড ও স্কাউট সদস্যরা। মঙ্গলবার বিকালে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এ কার্যক্রম চালান। বেলতলী বাজারের নান্দেড়াই কামিল মাদরাসা, গ্রামের রাস্তা ও বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখে জলাবদ্ধতার ফলে কর্দমাক্ত হয়ে সেখান দিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ইউএনও এ কে এম শরীফুল হক বলেন, নিঃসন্দেহে এটি একটি খুব ভালো উদ্যোগ।

আবদুলপুর ইউপি চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ বলেন, ওই স্কুলের শিক্ষক ও স্কাউটসের সদস্যরা প্রায়শই এলাকার বিভিন্ন জনহিতকর কাজ করেন। পরিষদের পক্ষ থেকে সহযোগিতা চাইলে দেওয়া হয়।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বলেন, নিঃসন্দেহে এটি একটি খুব ভালো উদ্যোগ।

সর্বশেষ খবর