শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডিমের বাজারে অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডিমের বাজার স্থিতিশীল রাখতে বাজারগুলোতে অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শহরের চকবাজার, হাজী শরীয়তুল্লাহ বাজারের ডিমের দোকানগুলোতে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একতা ট্রেডার্স ও মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিমের দাম বেশি রাখা এবং মূল্য তালিকা না টানানো ও ডিম ক্রয়ের পাকা রসিদ না দেখাতে পারায় মেসার্স একতা ট্রেডার্স ও মেসার্স মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ডিমের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের এ অভিযান চলছে। অভিযানে জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, চেম্বারের প্রতিনিধি, বাজার বণিক সমিতির সদস্যসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর