শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতায় মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জলাবদ্ধতায় মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি

মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালী কলাপাড়ায় গতকাল ভারী বৃষ্টি হয়েছে। এদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। আট দিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক স্থানে। তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরে মাছ। ক্ষতিরমুখে পড়েছেন সবজিচাষিরা। আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট ডুবে বৃষ্টির ঢুকেছে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। বিশেষ করে পৌরসভার রহমাতপুরে অনেক বসতঘরে এখন হাঁটুপানি। ভুক্তভোগীদের অভিযোগ খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় তারা এমন অবস্থায় পরেছেন। দ্রুত পানি সরে না গেলে খেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছের কৃষকরা। পৌরসভার রহমাতপুরের বাসিন্দা সুশিল চন্দ্র বলেন, বৃষ্টির পানিতে তাদের বসতঘর তলিয়ে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন আবস্থা হয়।

একই এলাকার মাধব চন্দ্র বলেন, তাদের ঘরে কোমর সমান পানি। শিশুদের নিয়ে তিনি আতঙ্কে আছেন। ঘরে রান্না হয়নি দুই দিন ধরে। এ বৃষ্টির পানি কবে কমবে বলা যাচ্ছে না। কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র বলেন, পৌর শহরের খালের ওপর অবৈধ স্থাপনার বিষয়ে জেলা ও উপজেলা মিটিংয়ে আলোচনা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কাজ চলছে। আশা করি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম জানান, কেউ খাল দখল করে স্থাপনা নির্মাণ করলে শিগগিরই উচ্ছেদ করা হবে।

সর্বশেষ খবর