শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জমি নিয়ে সংঘর্ষ কৃষক নিহত

নীলফামারী প্রতিনিধি

জমি নিয়ে সংঘর্ষ কৃষক নিহত

নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে ভীস্ম দেব রায় (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সদর উপজেলার কাঞ্চনপাড়া ইন্দ্রমোহন পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। ভীস্ম দেব ওই গ্রামের বিপীন চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানায় মামলা হলে পুলিশ বিকালে তিনজনকে গ্রেফতার করে।

মামলাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে বিরোধীয় জমিতে আমন চারা রোপণ করতে যান স্থানীয় জাহিদুল ইসলাম। ভীস্ম দেব ও তার পরিবারের লোকজন এতে বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। আহত হন ভীস্ম দেব, তার বড় ভাই ফুলকুমার রায় ও ভাতিজা মিলন চন্দ্র রায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ভীস্ম দেবকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি। সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, লাশ রংপুর মেডিকেলে রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন এজাহার নামীয় আসামি।

সর্বশেষ খবর