শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আতঙ্ক ত্রিপুরা পল্লীতে

হবিগঞ্জ প্রতিনিধি

আতঙ্ক ত্রিপুরা পল্লীতে

ত্রিপুরা পল্লীতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ভাঙন -বাংলাদেশ প্রতিদিন

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীতে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে ভাঙনের কারণে অন্যত্র সড়ে গেছে পাঁচটি পরিবার। বাকি পরিবারগুলো রয়েছে আতঙ্কে। যে কোনো সময় ধসে যেতে পারে তাদের বসতভিটা। শুধু ত্রিপুরা পল্লীই নয়, তাদের যাতায়াতের একমাত্র সেতুটিও রয়েছে হুমকির মুখে। সেতুর গোড়া থেকে সরে গেছে মাটি। ভাঙন দেখা দিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন স্থানেও। জানা যায়, সাতছড়ি উদ্যানের ভিতরে একটি টিলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ত্রিপুরা সম্প্রদায়ের ২৮টি পরিবার শত বছর ধরে বসবাস করছে। কয়েক বছর ধরে ভারীবর্ষণ আর ঢলে ভাঙছে পল্লীর টিলা। এরই মধ্যে দফায় দফায় ভাঙনে ভিটেমাটি হারিয়ে পল্লী ছেড়েছে পাঁচ পরিবার। সম্প্রতি বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ত্রিপুরা পল্লীতে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি এলেই ধসে পড়ছে টিলার নানা অংশ। যে কারণে আতঙ্কে দিন কাটছে তাদের। সরেজমিন দেখা যায়, প্রতি বছর বর্ষার সময় পল্লীর টিলায় ভাঙন দেখা দিলেও এবার তা তীব্র আকার ধারণ করেছে। টিলা ভাঙতে ভাঙতে বাসিন্দাদের বসতভিটায় গিয়ে ঠেকেছে। যদিও ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য ২০২০ সালে ৮ কোটি টাকার প্রাক্কলন ব্যয় মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। চুনারুঘাট ইউএনও আয়েশা আক্তার, ত্রিপুরা পল্লীর ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকির মুখে থাকা বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর