শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গরুর লাম্পি স্কিন রোগ দিশাহারা কৃষক

নীলফামারী প্রতিনিধি

গরুর লাম্পি স্কিন রোগ দিশাহারা কৃষক

নীলফামারীতে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। এতে দিশাহারা হয়ে পড়েছেন জেলার খামারি ও প্রান্তিক কৃষকরা। গ্রামের চিকিৎসকের শরণাপন্ন হয়েও মিলছে না কোনো সঠিক সমাধান। কত গরু আক্রান্ত হয়েছে বা মারা গেছে তার কোনো সঠিক তথ্য নেই প্রাণিসম্পদ অধিদফতরের কাছে। জানা যায়, বড় গরুর চেয়ে ছোট বাছুরের মধ্যে এ রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন ছয়টি উপজেলায় এ রোগে নতুন করে আক্রান্ত হচ্ছে একাধিক। আক্রান্ত পশুর চিকিৎসা করেও সুফল পাচ্ছেন না কৃষক। পশু হাসপাতাল ও স্থানীয় বাজারে মিলছে না প্রতিষেধক টিকা এবং ওষুধ। সদর উপজেলা পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নাসরিন আকতার বলেন, ‘এটি একটি ভাইরাসজনিত রোগ।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক জানান, প্রাণিসম্পদ বিভাগ রোগ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর