সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে ছয়জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় সিএনজি অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা  নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সন্তানসহ ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত মিতু মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার স্বপন মিয়ার স্ত্রী। জয়পুরহাট : জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। গতকাল পাঁচবিবি উপজেলার টিএনটি এলাকার জয়পুরহাট -হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম হোসেন পাঁচবিবির পাটাবোকা গ্রামের রহুল আমিনের ছেলে। বাগেরহাট : শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খাঁন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সকালে রায়েন্দা মহিলা দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। সুলতান খাঁনের বাড়ি বরগুনার তালতলি উপজেলায়। টাঙ্গাইল : অজ্ঞাত গাড়ির পিছনে আম বোঝাই পিকআপের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার করটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ঘাটাইল উপজেলার আমীর আলীর ছেলে। কিশোরগঞ্জ : হোসেনপুরে ট্রলিচাপায় তুহিন মিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। হোসেনপুর ব্র্যাক অফিসের কাছে দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিধার হোসেনের ছেলে। গাজীপুর : গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে গতকাল বিকালে পিকআপ ভ্যানচাপায় চাঁন মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামের আয়েছ আলীর ছেলে।

সর্বশেষ খবর