সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতা সঙ্গী ২৫ বছর

কুমিল্লা প্রতিনিধি

জলাবদ্ধতা সঙ্গী ২৫ বছর

কুমিল্লা শহরতলির চান্দপুরে সড়কে হাঁটুপানি

কুমিল্লা শহরতলির চান্দপুরে ২৫ বছর ধরে জলাবদ্ধতা লেগে আছে। দুর্ভোগে রয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। বাসা ও বাড়ির আঙিনায় উঠে পানি। ড্রেনের ময়লা ও বৃষ্টির পানি মিলে উপচে যায় সড়ক। ময়লা পানিতে চলাচল করতে গিয়ে অনেকে চর্মরোগে আক্রান্ত হন। পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। পানি জমে থাকায় ডেঙ্গুর আশঙ্কাও রয়েছে। সরেজমিন গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, চান্দপুর হালিমা টেলিকম, নাজির মসজিদ ও সোবহানী মসজিদ সংলগ্ন এলাকার সড়ক ও গলিতে পানি। বাসা বাড়িতেও পানি জমে আছে। বাধ্য হয়ে এলাকাবাসীকে ময়লা পানি মাড়িয়ে পথ চলতে হচ্ছে। চান্দপুর এলাকার রিপন, জামিলা, মনিরুল ও জহির আহমেদ জানান, সারা বছর এ এলাকায় জলাবদ্ধতা থাকে। একটু বৃষ্টিতেই পানি জমে যায়। বর্ষার দুই মাসে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। আমরা এ ভোগান্তি থেকে পরিত্রাণ চাই। পাঁচথুবী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৭০ হাজার মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে আছেন। এখানে অনেকে ড্রেন ছাড়া বাড়ি করেছেন। ফলে পানি সরে না। প্রায় ২৫ বছর ধরে এ দুর্ভোগ চলছে। আমি কিছু দিন আগে দায়িত্ব নিয়েছি। নিজের টাকা দিয়ে তিনটি ড্রেন সংস্কার করেছি। দুটি পাম্প কেনার পরিকল্পনা আছে। সেগুলো দিয়ে পানি অপসারণ করব। এ ছাড়া সুইপার কলোনির দিকে ভালোভাবে খাল খনন করলে ভোগান্তি কিছুটা কমবে।  পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রফি রাজু বলেন, স্থানীয় এমপির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর