সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এক দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে কুকুরের কামড়ে এক দিনেই অর্ধশতাধিক লোক আক্রান্ত হয়েছে। গতকাল সকাল থেকে বেলা ১২টার মধ্যে তাদের কামড়ায় কুকুর। আহতরা মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নেন। পশ্চিম সেওতা এলাকার বিউটি বেগম বলেন- সকালে হঠাৎ একটি কুকুর আমার পায়ে কামড় দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পাশের বাড়ির রাসিয়া (৫৫) নামের আরেক নারীকে কামড়ে ধরে। দুজনই সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছি। এরপর কুকুর একে একে অর্ধশতাধিক লোককে কামড়ায়। মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে গিয়ে দেখা যায়- কুকুর, বিড়াল, ইঁদুর ও শিয়ালের আক্রমণে আহতদের ভিড়। আহতরা জানান, শুধু শুধুই কুকুর বিড়াল মানুষকে কামড়াচ্ছে। চিকিৎসা নিতে আসা এক কৃষক বলেন- ভ্যাকসিন হাসপাতাল থেকে দিয়েছে তবে বাহির থেকে সিরিঞ্জ কিনতে হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, রবিবার বেলা ১২টার মধ্যে প্রায় ৭০ জন কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন। তিনি আরও বলেন, ইতোপূর্বে এক দিনে এত লোক কুকুরের কামড়ে আক্রান্ত হয়নি। এই মৌসুমে কুকুর বিড়াল জাতীয় প্রাণী বেপরোয়া হয়ে ওঠে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে হবে। হাসপাতালে ভ্যাকসিনের কোনো সংকট নেই। সিরিঞ্জ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিনের সিরিঞ্জ হাসপাতালে সরবরাহ হয় না। রোগীকেই ব্যবস্থা করতে হয়।

সর্বশেষ খবর