সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছে প্রশাসন। গতকাল সকালে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। জঙ্গি হামলার স্থল শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে স্থাপিত নিহত কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার রাসেল শেখ। পরে হামলায় নিহত ঝরনা রানি ভৌমিকের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান তারা। পুলিশ সুপার জানান, শোলাকিয়া জঙ্গি হামলা মামলার ১০১ জন সাক্ষীর মধ্যে ৬০ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন তিনি। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলা হয়। এতে কনস্টেবল জহিরুল ও আনসারুল, গুহবধূ ঝরনা রানি এবং আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন।

সর্বশেষ খবর