সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

১ হাজার গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

১ হাজার গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কুড়ির মাঠের ডি-৭এন খালের দুই পাড়ে প্রায় ৩ হাজার ফলদ, বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা খালপাড়ের প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে। ফুলহরি ইউপির সাবেক সদস্য আবু বকর বিশ্বাস বলেন, কিছুদিন হলো খালের পাড়ে গাছ লাগানো হয়েছে। স্থানীয়ভাবে তা দেখভাল করা হচ্ছে। গাছগুলো যেন নষ্ট না হয় সেজন্য খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাঁচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এর বিচার দাবি করছি। ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল। এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তারা গাছগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমরা ওই খালের পাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় ১ হাজার গাছ নষ্ট করে দিয়েছে। আমরা এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর