সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চার লেনে যোগাযোগের নতুনদ্বার

► কমেছে যানজট ► বদলাবে জীবনমান ► প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের

আবদুর রহমান টুলু, বগুড়া

চার লেনে যোগাযোগের নতুনদ্বার

হাটিকুমরুল-এলেঙ্গা-রংপুর চার লেন সড়কে বগুড়া শহরের জাহাঙ্গীরাবাদ এলাকা -বাংলাদেশ প্রতিদিন

হাটিকুমরুল-এলেঙ্গা-রংপুর চার লেন প্রকল্পের কাজ শেষের পথে। স্বপ্নের এ প্রকল্পের বগুড়া অংশে কাজের অগ্রগতি ৯০ শতাংশ। রংপুর অংশসহ পুরো প্রকল্পের কাজ হয়েছে ৭৭ ভাগ-জানিয়েছে সড়ক বিভাগ। রেলওভার পাস, আন্ডারপাস, পথচারী সেতু খুলে দেওয়ায় ইতোমধ্যে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছে উত্তরাঞ্চলবাসী। কমেছে যানজট। কাজ সম্পন্ন হলে উত্তরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগে উন্মোচন হবে নতুনদ্বার। বদলাবে মানুষের জীবনমান। প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের।

সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী এনামুল হক জানান, চলতি বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে বগুড়া অংশের কাজ শেষ হবে। এরপরই সাধারণের জন্য খুলে দেওয়া হবে চার লেন সড়ক। আর রংপুর অংশের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ডিসেম্বরে। সরেজমিনে দেখা যায়, রেলওভার পাস দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। সড়ক প্রশস্ত হওয়ায় নেই কোনো যানজট। নির্বিঘ্নে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে যানবাহন। অথচ এক সময়ে বগুড়া শহরের তিনমাথায় প্রতিদিন ১৬টি ট্রেন চলাচলের কারণে দেড় ঘণ্টার বেশি সময় সড়ক বন্ধ থাকত। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল, মাটিডালীসহ গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হতো যানজট। এখন সেই চিত্র আর নেই। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্প-২ এর আওতায় ২০১৯ সালের মার্চে কাজ শুরু হয়। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া হয়ে রংপুর পর্যন্ত ১৯০.৪ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। রাস্তার উভয় পাশে স্লো মুভিং ভেহিক্যাল ট্রাফিক লেন, ছয়টি ফ্লাইওভার নির্মাণ, ৩৫টি সেতু, রেলওভার পাস দুটি, ৩৯টি আন্ডারপাস, ১৮০টি কালভার্ট এবং ১১টি পথচারী সেতু নির্মাণ করা হয়েছে। ৭০ কিলোমিটার কংক্রিট পেভমেন্ট আরসিসি, ১২০ কিমি বিটুমিন কার্পেটিং রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পথে। বিভিন্ন স্থানে ২১টি আন্ডারপাস খুলে দেওয়ায় এই পথে চলাচলকারীরা সুফল পেতে শুরু করেছেন। রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলবাসীর যাতায়াতসহ ব্যবসায়িক সুবিধা বাড়বে। বগুড়া চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ জানান, ইতোমধ্যে ১৬০ কিলোমিটারে ফোর লেনের সুবিধা মিলছে। নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্য। সাসেক-২ প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান জানান, অধিকাংশ কাজ চলতি বছরই কাজ সম্পন্ন হবে। ১৬ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সহজ হবে রাজধানীসহ সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ।

সর্বশেষ খবর