সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসক ও ক্লিনিক মালিক কারাগারে

রোগীকে যৌন হয়রানি

পাবনা প্রতিনিধি

পাবনায় এক নারী রোগীকে চেকআপের সময় যৌন হয়রানির অভিযোগে আটক নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক  সেন্টারের চিকিৎসক ও মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার বিকালে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করে পাবনা থানা পুলিশ। অভিযুক্তরা হলেন- নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক পাবনা শহরের শালগাড়িয়া ইংলিশ রোডের জীবন আলী এবং অভিযুক্ত চিকিৎসক শহরের শালগাড়িয়ার ডা. সোভন কুমার সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ওই নারী তার স্বামীর সঙ্গে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার জন্য যান। সেখানে সহকারীকে বইরে পাঠিয়ে রোগীর শ্লীলতাহানিসহ যৌন উত্তেজনা কথাবার্তা বলেন অভিযুক্ত চিকিৎসক। সঙ্গে সঙ্গে রোগী বইরে এসে বিষয়টি তার স্বামীকে জানায়। এ সময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেন। পাবনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর