মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অবৈধ বালু তোলায় জরিমানা

নেত্রকোনা ও চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পাশে জমজমিয়া খালের দুই পারে উন্মুক্ত স্থানে বালু ও ইটের ব্যবসা করায় তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিলয় রহমান এ দন্ড দেন। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় সিধলীর সেউড়াউন্দ এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালুভর্তি একটি লরি আটক করে ভ্রাম্যমাণ আদালন। আদালত বালু তোলার অভিযোগে জসিম মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রবিবার রাতে এ অভিযান পরিচালনা করেন। দ প্রাপ্ত জসিম উপজেলার কৈলাটী ইউনিয়নের সেউড়াউন্দ গ্রামের সাজত আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, বালু উত্তোলনের খবর পেয়ে আমরা সেউড়াউন্দ এলাকায় অভিযান চালাই। বালু উত্তোলনকারী জসিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার একটি লরি আটক করা হয়।

সর্বশেষ খবর