মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

যুবকদের দক্ষ ও নৈতিক গুণাবলি অর্জন করতে হবে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রযুক্তি মানুষকে স্মার্ট করে। যুবকদের দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিক গুণাবলি অর্জন করতে হবে। আজকের যুবারাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা জনশক্তিতে পরণিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং তাদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিয়েছেন। দিনাজপুর যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২০২৩-২৪ অর্থবছরের অনুদানের চেক বিতরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় গতকাল তিনি এ কথা বলেন। ১৬টি যুব সংগঠনের মধ্যে ৮ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, যুব উন্নয়ন অধিদফতর দিনাজপুরের উপপরিচালক রওনাকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর