মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো ১৬টি গ্রেনেড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ ছায়াবীথি এলাকায় জমির মাটি খননের সময় ১৬টি গ্রেনেড পাওয়া গেছে। সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বিকালে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেন। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয় এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ৩-৪ হাত গর্ত করার পর একটি মাটির কলস বেরিয়ে আসে। কোদালের আঘাতে কলসটি ফেটে গেলে ভিতরে গ্রেনেডসদৃশ বস্তুগুলো পাওয়া যায়।

সর্বশেষ খবর