বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

বগুড়ায় দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের তৎপরতা -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া শহরতলীর বনানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার দিবাগত রাতে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, ভোর ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ইজিবাইকচালক তসলিম মিয়া (২৮), আরিফুজ্জামান রাকিব (২০) এবং জাহানারা বেগম (৩৫)। আহত একজন হলেন- উপজেলা কাহেদ গ্রামের এমদাদুল হক (৪০)। তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাগদাবাজারের নাহদি শেখ (৩০), জহিদ শেখ (১৬) ও নাসিরাবাদ পূর্বপাড়ার সাকিল শেখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর