বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উদ্ধার দাবি কৃষক-ব্যবসায়ীদের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ধান ব্যবসায়ী ও কৃষকদের প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চালকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পাওনাদাররা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল ‘ভুক্তভোগী সব পাওনাদার’ ব্যানারে মানববন্ধন করছেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি কোম্পানিকে ভাড়া দিয়ে চেয়ারম্যান ওসমান গণি পরিবারসহ ঢাকায় অবস্থান করছেন জানা গেছে। ভুক্তভোগীরা জানান, নওগাঁ-মহাদেবপুর সড়কের আখেড়া এলাকায় ওসমান গণি প্রায় ৪০ বছর আগে ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড নামে চালকল গড়ে তোলেন। জেলা ও জেলার বাইরের প্রায় ২৬০ জন ধান ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও বাকিতে ধান কিনতেন তিনি। একপর্যায়ে প্রায় ৩৫ কোটি টাকা বকেয়া রাখেন। ওসমান গণি বলেন, প্রায় ৩৮ বছর ব্যবসা করছি। ব্যবসায় অনেক টাকা লোকসান হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের কাছেও আমার পাওনা রয়েছে। আমার কাছে নগদ টাকা নেই। পাওনাদারদের বলেছি, সম্পদ আছে তা বিক্রি করে দেনা পরিশোধ করা হবে।

ব্যবসায়ীদের অভিযোগ, তিন-চার মাস ধরে তাদের সঙ্গে ওসমানের দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে তিনি স্বপরিবারে ঢাকায় যান। গোপনে প্রতিষ্ঠানটি একটি কোম্পানির কাছে ভাড়া দেন। আবদুল ওহাব ও জিন্নাত হোসেন নামে দুই ভুক্তভোগী জানান, ওসমান গণী আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তার কাছে আমরা ৩০০ জন ব্যবসায়ী ও কৃষক প্রায় ৩ কোটি টাকা পাই। আমাদের টাকা ফেরত দিচ্ছে না। আমরা এখন পথে পথে ঘুরছি।

 

সর্বশেষ খবর