বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শ্মশানঘাটে পাঁচটি ককটেলসদৃশ বস্তু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কয়া শ্মশানঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ পাঁচটি বস্তু, দুটি শব্দবাজি পটকা, এক লিটার করে পেট্রল ও কেরোসিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। কোনো হামলা বা নাশকতার পরিকল্পনা ছিল কি না তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই সরকারি বালুঘাট রয়েছে। বালুঘাটের ইজারাদার জাহিদুল হোসেন লিটুর সহযোগী এস এম রাশেদ জানান, ঘটনার দিন চাঁদা দাবিতে বালুঘাটে হামলা চালায় দুর্বৃত্তরা। তখন বালু তোলার ভেকুর ওপর বিস্ফোরণ

ঘটায় হামলাকারীরা। ককটেলসদৃশ বস্তুগুলো নাশকতার জন্য তারাই এনেছিল দাবি রাশেদের। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস জানান, বিস্ফোরণের ঘটনা তাদের জানা নেই। উদ্ধার বস্তুগুলো দেখতে ককটেলের মতো হলেও আসলেই ককটেল কিনা বিশেষজ্ঞরা পরখ করে দেখছে।

সর্বশেষ খবর