বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

লাইসেন্স না থাকায় জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ফিজিশিয়ান স্যাম্পলের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং এক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর। গতকাল সুইহারীবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ওষুধের দোকানে এ অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ কে এম শরীফুল হক, উপজেলা স্যানিটেরি ইন্সপেক্টর মনজিল হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর