রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঢিমেতালে সড়কের কাজ জনদুর্ভোগ চরমে

পাবনা প্রতিনিধি

ঢিমেতালে সড়কের কাজ জনদুর্ভোগ চরমে

ভাঙ্গুড়ায় ইট তুলে খোয়া এলোমেলো ফেলে রাখা রাস্তা -বাংলাদেশ প্রতিদিন

পাবনার ভাঙ্গুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে বেড়েছে জনদুর্ভোগ। প্রায় তিন মাস আগে ঠিকাদার ভাঙ্গুড়া উপজেলার পাটুল বাজার থেকে নৌবাড়িয়া গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটারের ইট তুলে খোয়া এলোমেলোভাবে ফেলে রেখেছেন। ফলে সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

পাটুল গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ইটের টুকরো ফেলে ঠিকাদার রোলিং না করায় মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সাব-ঠিকাদার রেজোয়ান বলেন, অগ্রগতি অনুযায়ী বিল না পাওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে বলে জানান তিনি। স্বীকার করেন জনভোগান্তির বিষয়টিও।

 

সর্বশেষ খবর