সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ঊর্ধŸতন কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জানা যায়, কভিড-১৯ ফান্ডের ১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মহেশপুর পৌর এলাকার জোড়াপুকুর পাড়ের ৩৬০ মিটার রাস্তা সংস্কার, ৫০ মিটার প্যালাসাইড এবং ২ নম্বর ওয়ার্র্ডে ৩৭৫ মিটার আরসিসি ড্রেন সংস্কারে টেন্ডার আহ্বান করে পৌরসভা। কাজ পায় ঝিনাইদহ শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফুল ইসলাম। অভিযোগ রয়েছে, সড়কের কাজে শুরু থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। এ ছাড়া জোড়াপুকুর পাড়ের ৩৬০ মিটার প্যালাসাইড নির্মাণে সোজা রড ১২ মিলি ও রিং ৮ মিলি দিয়ে কাজ করার কথা। কিন্তু দেওয়া হয়েছে ১০ মিলি খাড়া রড। ১ নম্বর ইটের পরিবর্তে ব্যবহার করা হয় ৩ নম্বর ইট। আরও দুটি স্থানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে শওকত আকবর জানান, ২০ ও ২৪ শতাংশ লেস দিয়ে কাজটি করা হচ্ছে। কিছু ত্রুটি হতে পারে। তবে সার্বিক কাজের মান ভালো হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা জানান, কাজের মান খারাপ হলেও আমার কিছু বলার নেই। পৌর মেয়র আবদুর রশিদ জানান, কাজ তদারকি করছেন পৌরসভার ইঞ্জিনিয়ার। কাজ সম্পর্কে তিনিই ভালো বলতে পারবেন।

সর্বশেষ খবর