সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আইনশৃঙ্খলা বৈঠকে চালের দাম নিয়ে হইচই

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চালের দাম বৃদ্ধি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। কেন দাম বাড়ানো হয়েছে? প্রশ্ন তোলেন সদস্যদের অনেকেই। চালকল মালিক-ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয় আবহাওয়াজনিত কারণে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। তাদের এমন বক্তব্যে আপত্তি জানিয়ে হৈ চৈ করেন সদস্যরা। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় শুরু হয় কুষ্টিয়া আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় অন্য আলোচনার ফাঁকে জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন চালের দাম বাড়ানোর বিষয়টি তোলেন।

তখন কুষ্টিয়া চেম্বার অব কমার্স সভাপতি চালকল মালিক আবু জাফর মোল্লা জানান, টানা বৃষ্টি হয়েছে, আবহাওয়া অনুকূলে নয় এ কারণে হাটবাজারে ধানের দাম বেড়েছে। একই কারণে বেড়েছে চালের দামও। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, চালকল মালিকরা নিয়ম-কানুন মানছেন না। ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন তারা। চালকল মালিকরা সরকারি পরিপত্র মানছেন না জানান জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান। জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলীও চালের দাম বাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন সভার সভাপতি।

সর্বশেষ খবর