সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নির্যাতনের শিকার গৃহবধূ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় যৌতুকের জন্য এক কিশোরী গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার কিশোরীর নাম জাকিয়া খাতুন (১৬)। তিনি দুই দিন ধরে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী জাকিয়া জানান, তার জন্মের কিছুদিনের মধ্যেই বাবা-মার বিচ্ছেদ হয়। এরপর মা আরিফা তাকে নিয়ে নানাবাড়ি থাকতেন। ১৪ বছর বয়সে একই গ্রামের আবদুর রশিদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ২ লাখ টাকার জন্য স্বামী ও শাশুড়ি তার ওপর নির্যাতন শুরু করেন। যৌতুক দিতে না পারায় একপর্যায়ে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ২০২৩ সালের ৩ ডিসেম্বর সংসার করার অঙ্গীকার করে জাকিয়াকে আবার ফিরিয়ে নেন রশিদ। কিছুদিন পর আবারও শুরু হয় নির্যাতন। সর্বশেষ গত বৃহস্পতি ও শুক্রবার কয়েক দফা মারধর করা হয় জাকিয়াকে। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর