বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পিকনিক ট্রলারে হামলা, যুবকের লাশ মিলল দুই দিন পর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকনিক ট্রলারে হামলার দুই দিন পর নদী থেকে রাজীব হোসেন (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, রাজীব হোসেনকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ইছাপুরা নৌ ফাঁড়ি পুলিশ। এর আগে, রবিবার রাত ৯টার দিকে পিকনিক ট্রলারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। রাজীব হোসেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বরকাও এলাকার মৃত আবদুল হকের ছেলে।  রাজীব হোসেনের ভাই আরিফ হোসেন অভিযোগ করেন, রবিবার রাত ৯টার দিকে তারৈল এলাকার ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ধারালো ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লুটপাট চালানোর উদ্দেশ্যে পিকনিক ট্রলারে অতর্কিত হামলা চালায়। এ সময় রাজীবকে হামলাকারীরা হত্যার পর নদীতে ফেলে দেয়। ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর