বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গলার কাঁটা সুবন্ধির বাঁধ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সুবন্ধির বাঁধ। বাঁধের কারণে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে চার ইউনিয়নের জমির ফসল। এ অবস্থায় বাঁধ অপসারণ দাবিতে গতকাল কয়েক শ কৃষক বিক্ষোভ করেছেন। দ্রুত বাঁধ কেটে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জানা যায়, কয়েক শ বছরের পুরাতন নদী চাওড়া। নদীটি হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও কুকুয়া ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত। চার ইউনিয়নের মানুষ এ নদী দিয়ে নৌপথে আমতলী, তালুকদার বাজার, অফিস বাজারসহ বিভিন্ন হাটে আসা-যাওয়া করতেন। কিন্তু জোয়ারের পানিতে হলদিয়া ইউনিয়নের একাংশের শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হতো।

সর্বশেষ খবর