বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডাকাতির সময় হত্যা ছয়জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডাকাতির পর হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম গতকাল দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ছামসুল হুদা, খাজের মৃধার ছেলে মিজান, ভিটি দক্ষিণপাড়ার আবদুর রহমানের ছেলে বাবু, ভিটি প্রধানপাড়ার আবদুল গফুরের ছেলে জাহিদুল, ভিটির লুৎফর রহমানের ছেলে মুক্তিয়ার ও চকবম্বু পাতারপাড়ার কিয়ামত আলীর ছেলে সবুর। মামলাসূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে আসামিরা জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকার মহিম চন্দ্র মণ্ডলের ছেলে প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যায়। ঘরে ঢুকে তারা প্রতুলের ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। প্রতুল বাধা দিয়ে তাকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। এরপর ডাকাতরা বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। তারা যাওয়ার পর বাবা-ছেলেকে হাসপাতালে নিলে চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর