শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চাকরি না দিয়ে হত্যা তিন যুবককে

গুম করতে লাশে পেট্রল ঢেলে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে টাকা নিয়ে চাকরি দিতে না পারায় তিনজনকে হত্যা করেছেন চাকরিচ্যুত সেনা সদস্য। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন ফরাজীর আদালতে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মো. কনক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কনক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়ার তালেব আলীর ছেলে। তিন চাকরিপ্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা অনলাইনে জুয়া খেলে নষ্ট করেন তিনি। এরপর চাকরি দিতে না পারায় সুকৌশলে তিনজনকে হত্যা করেন। হত্যার শিকার যুবকরা হলেন- ঘাটাইল উপজেলার আবদুল আজিজের ছেলে সামাদ সজিব, গোপালপুর উপজেলার নাছিম উদ্দিনের ছেলে আতিক হাসান এবং জামালপুরের ঠান্ডা মিয়ার ছেলে রাহান হোসেন উজ্জ্বল। টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, তিন যুবকের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কনক ২৪ লাখ টাকা নেন। পরে ওই তিনজনকে ভুয়া নিয়োগপত্র দেন। পরবর্তীতে তাদের চাকরিতে পাঠাতে না পেরে চলতি বছরের ৩১ জানুয়ারি কনক ও তার সহযোগীরা সুপরিকল্পিভাবে হত্যা করে সজিবকে। লাশ গুম করার জন্য পেট্রল দিয়ে আগুন ধরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলায় ভুট্টা খেতে ফেলে দেয়।

 

 

 

 

সর্বশেষ খবর