শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেঘনার ভাঙন মানবেতর জীবন ২৩ পরিবারের

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেঘনার ভাঙন মানবেতর জীবন ২৩ পরিবারের

কুমিল্লায় মেঘনা নদীর ভাঙনে চার দিনে বসতভিটা হারিয়েছে ২৩টি পরিবার। এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড ঢেউয়ের কারণে মেঘনা উপজেলায় ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গত ১০ বছরে উপজেলার চালিভাঙা ইউনিয়নে ২০০ পরিবারের ঘরবাড়ি, কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। গত চার বছরে এ ইউনিয়নের যে কটি পরিবার বসতভিটা হারিয়েছে তাদের নলচর গ্রামে প্রশাসনের পক্ষ থেকে ১৭টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোও ভাঙনের কবলে। মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা নলচক, ফরাজিকান্দি, মৈষারচর, চালিয়াভাঙ্গা, রামপ্রসাদের চরের মানুষ বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে। চরাঞ্চলের লোকজন ভিটেমাটি হারিয়ে দিনদিন নিঃস্ব হয়ে পড়ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করে এবং ভাঙন দেখা দেয়। এবারও ৬ জুলাই ভাঙন শুরু হয়েছে। পিআইও সেলিম মিয়া বলেন, ‘যেখানে ভাঙন শুরু হয়েছে এর পাশে আশ্রয়ণের ঘরও আছে।’

সর্বশেষ খবর