শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নওগাঁ প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় এক কিলোমিটার গ্রামীণ কর্দমাক্ত রাস্তা খোয়া, বালু ও ভাঙা ইট দিয়ে সংস্কার করা হয়েছে। এ কাজে দুই দিন এলাকার প্রায় ৪০ জন লোক অংশ নেন। রাস্তাটি সংস্কারের ফলে এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।

জানা যায়, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল তালবুনা মোড় থেকে একটি মাটির রাস্তা নানাইচ মধ্যপাড়া দিয়ে কোরবান আলী মসজিদে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি আবাদ হয়। সবজি বাজারে নিতে দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নানাইচ মধ্যপাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্রী বর্ষা জানায়, কর্দমাক্ত রাস্তা দিয়ে তাদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় নষ্ট হয়ে যায় পোশাক। কৃষক জুয়েল হোসেন জানান, এলাকাটি সবজির জন্য বিখ্যাত। রাস্তার কারণে আমরা সবজি বাজারে নিতে পারি না। খেত থেকে কম দামে বিক্রি করতে হয়। জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাস্তাটি এলজিইডিতে পাকাকরণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। নানাইচ মধ্যপাড়ার সৌদি প্রবাসী মেহেদী হাসান রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর