শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সেচে বদলে গেছে ২৭ হাজার হেক্টর ফসলি জমি

কুমিল্লা প্রতিনিধি

সেচের আওতায় আসায় বদলে গেছে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ২৭ হাজার হেক্টর জমি চিত্র। কয়েক বছর আগেও জমিগুলো সেচ সুবিধা বঞ্চিত ছিল। বিঘ্নিত হতো ফসল উৎপাদন। সেচ সুবিধা পাওয়ায় এখন প্রতি বছর ১ লাখ ১৮ হাজার ৬২৩ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন বেড়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন ১ লাখ ২১ হাজার ১৩২ জন কৃষক। ‘সম্প্রতি এক সেমিনারের এ তথ্য জানানো হয়। মুক্ত আলোচনায় কৃষক নুরুল ইসলামসহ কয়েকজন বলেন, ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনর্খননে কৃষি জমির জলাবদ্ধতা দূর হয়েছে।

সর্বশেষ খবর