শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ি দুই সড়কে চলছে ভারী যান

বান্দরবান প্রতিনিধি

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বিধ্বস্ত বান্দরবান-রুমা এবং বান্দরবান-থানচি সড়কের দুটি অংশ পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সড়ক দুটি। বান্দরবান সড়ক বিভাগের পক্ষে পুনর্নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনীর-২৬ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)। গুরুত্বপূর্ণ সড়ক দুটি পুনর্নির্মাণে খুশি স্থানীয়রা। সেনাবাহিনীর-২৬ ইসিবির প্রকল্প কর্মকর্তা মেজর মুশফিকুর রহমান জানান, বান্দরবান-রুমা সড়কের দৌলিয়ানপাড়া এবং বান্দরবান-থানচি সড়কের পোড়া বাংলাপাড়া পয়েন্টের বিশাল অংশ ধসে মূল অ্যালাইনমেন্ট থেকে ২০০-৩০০ ফুট ডেবে যায়। ফলে সড়ক দুটিতে উপজেলা ও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল ১৫-২০ দিন।

সর্বশেষ খবর