শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বোরো উৎপাদনে রেকর্ড চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কৃষি অঞ্চলে অনাবাদি জমিতে চাষাবাদের মাধ্যমে সব ধরনের ফসলে উৎপাদন বাড়ছে প্রতি বছরই। যার সর্বশেষ সংযোজন হলো সমাপ্ত বোরো মৌসুমে সাড়ে ১২ টন চালের উৎপাদন রেকর্ড। বছরের ব্যবধানে এই কৃষি অঞ্চলে ৭ হাজার ২৮৯ হেক্টর জমিতে নতুন করে বোরোর চাষাবাদ হওয়ায় উৎপাদনও বেড়েছে প্রায় ৩২ হাজার টন চালের। কৃষি কর্মকর্তারা বলছেন, সরকার কৃষি উন্নয়ন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে দেশব্যাপী নানামুখি পদক্ষেপের কারণে প্রতিবছর অনাবাদি জমিতে চাষাবাদ বাড়ছে। চাষযোগ্য জমি যাতে কোনোভাবেই অনাবাদি রাখা না হয় সে জন্য কৃষকদের চাষাবাদে নানা উৎসাহ দেওয়া হচ্ছে। প্রতিবছর ধান বা সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদনে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম কৃষি অঞ্চল দেশের উত্তর বা দক্ষিণবঙ্গের মতো কৃষিনির্ভর অঞ্চল না। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে কৃষি উৎপাদন ও আবাদ দুটিই বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সর্বশেষ খবর