শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভ্রমণকর আদায় বেড়েছে আখাউড়া বন্দরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের সাতটি প্রদেশ-অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম এবং ত্রিপুরা জাতিগত ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের কারণে একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। আর এ সেভেন সিস্টার্সে বাংলাদেশ থেকে অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তবে নানা কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় যাত্রী পারাপার কম হলেও বেড়েছে ভ্রমণকর বাবদ রাজস্ব আদায়। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার হয় ২ লাখ ৬০ হাজার ৬৬ জন। এ সময় ভ্রমণকর বাবদ রাজস্ব আদায় হয়েছিল ৭ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা। আর সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর ব্যবহার করে যাত্রী পারাপার হয়েছে ২ লাখ ৫ হাজার ১৯ জন।

সর্বশেষ খবর