রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নির্মাণ শেষ হয়নি পাঁচ বছরেও

বেলাল রিজভী, মাদারীপুর

নির্মাণ শেষ হয়নি পাঁচ বছরেও

মাদারীপুরে নির্মাণাধীন মডেল মসজিদ -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুর সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শেষ হয়নি পাঁচ বছরেও। শুধু পাইলিং করে কোটি টাকার বিল নিয়ে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুরে তিন তলাবিশিষ্ট মডেল মসজিদ ভবন এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের মে মাসে। ইসলামিক ফাউন্ডেশন ও মাদারীপুর গণপূর্ত বিভাগ বাস্তবায়ন করে কাজ। ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। ১৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের মাঝামঝি সময়। গত পাঁচ বছরে শুধু পাইলিং হয়েছে। পাইলিং বিল বাবদ তুলে নিয়েছে প্রায় ১ কোটি টাকা। এরপর বন্ধ রয়েছে কাজ। চলতি বছর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে না জানিয়ে চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগকে। অভিযোগ রয়েছে, মাদারীপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান ও ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক যোগসাজশে নামমাত্র কাজ করে বিল তুলে নেওয়া হয়েছে। সাবেক নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, যতটুকু কাজ হয়েছে সেই হিসাবে ঠিকাদারের বিল পরিশোধ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন জানান, স্থান নির্ধারণসংক্রন্ত ঝামেলার কারণে কাজ বন্ধ ছিল। শিগগিরই আবার দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জানান, পুনরায় শুরুর চেষ্টা করছি। প্রকল্প পরিচালক নজীবুর রহমান বলেন, পাইলিং করা হয়েছে। স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধিরা চাচ্ছেন না কাজটা ওই স্থানে হোক।

সর্বশেষ খবর