রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সড়ক যেন মৃত্যু ফাঁদ!

দিনাজপুর প্রতিনিধি

সড়ক যেন মৃত্যু ফাঁদ!

সেতাবগঞ্জ-দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের বাজার এলাকায় দুই লেনের আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজ চলছে ধীরগতিতে। এ কারণে সামান্য বৃষ্টিতেই খানাখন্দকে পানি জমে যায়। এতে এ সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে সেতাবগঞ্জ-দিনাজপুর ভায়া পার্বতীপুর সড়কের বাজার এলাকায় আগের কার্পেটিং তুলে দুই লেনের একপাশ থেকে কাজ শুরু করে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার হাইটিস কন্সট্রাকশন, ঢাকা। প্রথমদিকে জোরেশোরে কাজ চললেও পরে এর গতি একেবারেই কমে যায়। সেতাবগঞ্জ পৌর এলাকার স্কুলরোড থেকে মালিপাড়া রেলঘুমটি পেট্রল পাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের অর্ধেক কাজ দীর্ঘ আট মাসেও শেষ হয়নি। ফলে এ ব্যস্ত সড়কে চলাচলকারী ভারী যানবাহনসহ ছোট বড় যান ও পথচারীরা বিড়ম্বনায় পড়ছে, চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে সড়কটির স্কুলরোড, উপজেলা রোড ও মালিপাড়া রেলঘুমটি পেট্রোল পাম্প এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। চালকরা কিছু বুঝতে না পেরে গর্তের মধ্যে পড়ছে, গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। এ সড়কে চলাচলকারী ট্রাক্টর, মাইক্রো, পিকআপ, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানগুলো বেশি দুর্ঘটনায় পতিত হচ্ছে। সেতাবগঞ্জ পৌর এলাকার উপজেলা রোডে পরপর দুটি ধান বোঝাই ট্রাক ও ট্রাক্টরের চাকা গর্তে আটকে পড়লে উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অবিলম্বে সড়কের সেতাবগঞ্জ অংশের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর