রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গ্যাস লাইনে ছিদ্র

ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া মধ্যপাড়ায় দীর্ঘদিনের পুরনো তিতাস গ্যাসের সরবরাহ লাইনে ছোটবড় অসংখ্য ছিদ্র হয়েছে। ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ঢুকে সরবরাহ লাইন ভরে যায়। আর খরার সময় গ্যাস বেরিয়ে বিভিন্ন সময় ঘটে অগ্নিকাণ্ড। ফলে চুলা জ্বালানোর মতো গ্যাস পাচ্ছে না এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সরবরাহে ঘাটতি থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস না পেয়ে লাকড়ি কিংবা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্নার কাজ করতে হচ্ছে তিতাস গ্রাহকদের। এতে একদিকে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ভোগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা আলম জানান, প্রায় ৩০-৩৫ বছর আগে ভোগড়া প্যাগাসাস জুতা কারখানার সামনে দিয়ে একটি (চার ইঞ্চি ব্যাসের) সরবরাহ লাইন স্থাপন করা হয়। কয়েক বছর ধরে লাইনটির বিভিন্ন স্থানে ছোটবড় ছিদ্র সৃষ্টি হয়েছে। কিছু অংশের পাইপ কর্তৃপক্ষ বদলে দিলেও প্রায় ৮০ ভাগ এলাকায় রয়ে গেছে ছিদ্রযুক্ত লাইন। ফলে ওই এলাকার গ্যাস সমস্যা দূর হয়নি। সংকট নিরসনে ২০২২ সালে রাজধানীর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করা হয়। এর আগে-পড়ে একাধিকবার স্থানীয় তিতাস কার্যালয়ে আবেদন করেও প্রতিকার মেলেনি।

ভোগড়া মধ্যপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম জানান, প্রতি মাসে বিল দিয়েও গ্যাস পাচ্ছি না। আমাদের রান্না করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস কিংবা লাকড়ি দিয়ে।

ভোগড়া মধ্যপাড়ার ব্যবসায়ী আবদুল মান্নান জানান, মধ্যপাড়া জামে মসজিদের পাশে, মধ্যপাড়া বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমান আলীর মার্কেটের সামনে, বাইপাস সড়কের পশ্চিমপাশসহ কয়েক স্থানে গ্যাস সরবরাহ লাইনে ছিদ্র রয়েছে। এসব ছিদ্রপথে অনর্গল গ্যাস বের হচ্ছে। বিভিন্ন সময়ে ভোগড়া বাজারের পাশে, স্কুলের সামনে ও ওসমান আলীর মার্কেটে নির্গত গ্যাস থেকে আগুনে মার্কেট, গাছপালা পুড়ে গেছে।

তিতাসের জোনাল বিপণন অফিস জয়দেবপুরের ব্যবস্থাপক মামুনুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। কিছু অংশে কাজও হয়েছে। এ মুহূর্তে মূল সমস্যা হচ্ছে সরবরাহে ঘাটতি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর