রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

দিনাজপুর প্রতিনিধি

কয়েকদিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের বীরগঞ্জের গ্রামীণ রাস্তার বেহাল দশা। রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে কাদা হয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়ে এলাকার মানুষ। বর্ষাকালে গ্রামীণ সড়কে চলাচলে পথচারীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে দুর্ভোগে পড়তে হয়। রাস্তায় কাদাপানি জমে যানবাহন চলাচলে অযোগ্য হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় অসুস্থদের নিয়ে। দীর্ঘদিন এসব রাস্তা পাকাকরণ এবং সংস্কারে সরকারি উদ্যোগ গ্রহণ না করায় নিরুপায় হয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহণ করেন স্থানীয়রা। বীরগঞ্জ উপজেলায় মোট ৯৮০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২৫৫ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। বাকি সড়ক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাকাকরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে। তবে দীর্ঘদিন ধরে সড়কগুলো পাকাকরণের আশ্বাস দিয়ে এলেও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই দাবি করে উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন বলেন, মোহনপুর ইউনিয়নের কাঁচা সড়কগুলোর বেহাল দশা।

সর্বশেষ খবর