রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চাষি ব্যবসায়ীদের ভোগান্তি রাস্তার পাশে পানি জমে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বৃহত্তর আমের হাট। সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আম বেচাকেনায় মুখরিত হয়ে ওঠে রাস্তার দুই পাশ। দূরদূরান্ত থেকে চাষিরা সকাল থেকে বিভিন্ন জাতের আম আনেন হাটে। প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল হাট এখন জমজমাট। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তার দুই পাশে জমছে পানি। এতে দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়ি চালকরা। সাপাহার আম বাজারে গিয়ে দেখা যায়, আম চাষিরা বিভিন্ন অঞ্চল থেকে ব্যাটারিচালিত ইজিবাইক, ট্রলি, ভ্যানযোগে আমের হাটে আম এনে পাইকারদের জন্য অপেক্ষা করছে রাস্তার দুই পাশে। পানি ও কাদা জমে থাকার কারণে প্রধান সড়ক থেকে নিচে গাড়ি নামালেই দুর্ঘটনার কবলে পড়ছে আমভর্তি যানবাহন। অতি শিগগিরই রাস্তার দুই পাশ সংস্কারের আবেদন জানিয়েছেন স্থানীয় ও আম ব্যবসায়ীরা। গাড়িচালক আবদুর রহমান বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তার দুই পাশে কাদাপানি জমে থাকে। এতে আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তার দুই পাশ মেরামত করলে আমাদের সবার জন্য সুবিধা হবে।

সর্বশেষ খবর