সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ট্রাইকো কম্পোস্টের চাহিদা বাড়ছে

আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)

ট্রাইকো কম্পোস্টের চাহিদা বাড়ছে

ট্রাইকো-কম্পোস্ট সার ব্যবহার করে বেশি ফলন হওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকরা খুশি। জমির উর্বরতা ও সক্ষমতা বাড়াতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কৃষকরা ট্রাইকো কম্পোস্ট সার প্রয়োগে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম বলেন, ট্রাইকো-কম্পোস্ট জৈব সার মাটিতে বসবাসকারী ট্রাইকোডার্মা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়ে অনুর্বর মাটিকে দ্রুত উর্বর করে এবং ক্ষতিকর ছত্রাককে ধংস করে। মাটির গঠন ও বুনট উন্নত করে। এ সারের অন্য নাম ভার্মি কম্পোস্ট সার। ট্রাইকো সার পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় উপকারী। উদ্যোক্তাদের দাবি কৃষি বিভাগের উদ্যোগে জমির উৎপাদন সক্ষমতা বাড়াতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে নিরাপদ ফসল উৎপাদন বাড়াতে ট্রাইকো কম্পোস্ট সারের ব্যবহার বাড়াতে হবে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিলে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা সোলাইমান বলেন, গোবর, চালের কুড়া-ভূসি, নিমপাতা ও বিভিন্ন জৈব আবর্জনা ব্যবহার করে পরিবেশ সহিঞ্চু ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান বলেন, মাটির সুরক্ষা ও ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে ট্রাইকো কম্পোস্ট সারের উৎপাদন বাড়াতে কৃষকদের সরকারিভাবে ঋণসহ আর্থিক সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ খবর