সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তিলের ভালো ফলন মাগুরায়

মাগুরা প্রতিনিধি

মাগুরায় তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অধিক জমিতে তেল জাতীয় এ ফসল চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে, জেলায় এ বছর ২ হাজার ৭৫৫ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ছিল। চাষ হয়েছে ৩ হাজার ৪২৪ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬৯ হেক্টর জমিতে বেশি। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১ হাজার ৯০৭ হেক্টর, শ্রীপুরে ৬২০ হেক্টর, শালিখায় ৫৬৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ৩৩২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের তিলের চাষ হয়েছে। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল বিনা তিল-২ ও ৪ জাত এবং বারি তিল-২ ও ৪সহ স্থানীয় উন্নতজাতের তিল চাষ করেন জেলার কৃষকরা। সদর উপজেলার মালিক  গ্রামের কৃষক  বাহারুল ইসলাম জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় এ বছর ২ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বারি তিল-৪ জাতের তিল চাষ করেন। মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের কৃষক  মোহাইমিন আলম জানান, তিনি এ বছর প্রায় সাড়ে তিন বিঘা জমিতে উচ্চফলনশীল বিনা-২ জাতের তিল চাষ করেন। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ ইয়াছিন আলী জানান, তিল একটি তেল জাতীয় ফসল। সরকার তেল জাতীয় ফসলের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তিলের ভালো ফলন হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর