মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আয়রোজগার বন্ধ খেটে খাওয়া মানুষের

উদ্বেগ সংসার খরচ নিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কুমারপাড়া এলাকার চায়ের দোকানি বিষু। প্রতিদিনের আয় দিয়ে চলে তার সংসার। তিন দিন ধরে চা দোকান বন্ধ। গতকাল অনেকটা বাধ্য হয়ে দোকান খুলেছেন। মাসুদ রানা ভ্যান চালান নগরীতে। তিন দিন হলো কাজ নেই। থানার মোড়ে কুরিয়ারের দোকানের সামনে কাটছে তার অলস সময়। সংসার ও নিজের ব্যয় নিয়ে উদ্বিগ্ন তিনি। তিন দিন ধরে চলা কারফিউতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কাজ না থাকায় অনেকে অলস সময় পার করছেন। তবে কারফিউয়ের অজুহাতে বেড়েছে মসলা ও সবজির দাম। কেজি ভেদে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মাসুদ রানা জানান, প্রতিদিন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ আসে শহরে কাজের সন্ধানে। যানবাহন চলাচল না করায়, তারা আসতে পারছেন না। সাইকেল চালিয়ে বা ভ্যানে করে দল বেঁধে যারা আসছেন, তারাও কাজ পাচ্ছেন না। দিনমজুর পরিবারগুলোতে হাহাকার চলছে। তানোর থেকে কাজের সন্ধানে রইসুল বলেন, ভ্যানে করে আসতে তাকে দিতে হয়েছে ৬০ টাকা। দুপুর ১২টা পর্যন্ত কোনো কাজ পাননি। এখন বাড়ি ফিরতে আরও ৬০-৭০ টাকা লাগবে। ১২০ টাকা খরচ হলেও আয় নেই। সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা তার। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার বন্ধ। তবে বাজারে গিয়ে সবজি কিনতে নাভিশ^াস সব শ্রেণির মানুষের। গত তিন দিনে নানা অজুহাতে বেড়েছে সব ধরনের সবজি ও মসলার দাম। ৪০ টাকা কেজির বেগুন তিন দিনে ৬০-৮০ টাকা হয়েছে। কাঁচা মরিচ ৩৫০-৩৮০ টাকা, আলু ৪০-৪৫, লাউ প্রতি পিস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, মসলার দাম কিছুটা বেড়েছে আমদানি না থাকায়। সবজির দাম আছে স্বাভাবিক। সাহেব বাজারের সবজি বিক্রেতা সবুর জানান, রবিবার বেগুন ৮০ টাকা কেজি ছিল। সোমবার ৬০ টাকায় বিক্রি করেছেন। তবে পিঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে। বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম কিছুটা বেশি।

 

 

সর্বশেষ খবর