মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মিটার চোরের কোড নম্বর

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

মিটার চোরের কোড নম্বর

কুষ্টিয়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে আশপাশেই লুকিয়ে রেখে যাচ্ছে চোরচক্র। মিটারের বোর্ডের সঙ্গে রেখে যাচ্ছে যোগাযোগের মোবাইল নম্বর। তার পর চোরের দেওয়া কোড নম্বর অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলে বলে দেওয়া হচ্ছে কোথায় রাখা হয়েছে মিটার। এই চক্র জুলাই মাসেই কুষ্টিয়া পল্লী বিদ্যুতের গ্রাহকের ১১টি মিটার চুরি করেছে। ৩ হাজার ১০০ থেকে ৪ হাজার ১০০ করে টাকা নিয়ে ফেরতও দিয়েছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইসমাত কামাল জানান, জুলাই মাসে গ্রাহকের ১১টি মিটার, জুন মাসে পাঁচটি, এপ্রিল মাসে তিনটি ও ফেব্রুয়ারি মাসে ২৭টি মিটার চুরি হয়েছে। অধিকাংশ ঘটনায়ই থানায় জিডি করা হয়েছে। তবে, ধরা পড়েনি চোরচক্র। কুমারখালী উপজেলায় ১০টিরও বেশি মিটার চুরি হয়েছে। এরা প্রত্যেকেই কুমারখালী থানায় জিডি করেছেন। সেখানে তারা উল্লেখ করেছেন মিটার খুলে নিয়ে যাওয়ার সময় চোরের দল মিটারের বোর্ডে যোগাযোগের জন্য ০১৯৭৫১৬০৬৮৪ মোবাইল নম্বর লিখে রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করা হলে বিকাশ বা নগদ নম্বর দিয়ে টাকা দিতে বলেন। টাকা পেলেই মিটার কোথায় আছে বলে দেন তারা। ওসি আকিবুল ইসলাম বলেন, মিটার চুরির জিডিগুলো আমরা তদন্ত করছি। ওই নম্বরের সিবিআর তোলা হয়েছে। তাতে বগুড়ার গাবতলী এলাকার একজনের ঠিকানা পাওয়া গেছে যিনি ওই এলাকায় থাকেন না। ওসি বলেন, এসব সিমকার্ড সম্ভবত অন্য নামে তোলা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর