মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীরা

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা থেকে অনেক মুমূর্ষু রোগী ও স্বজনরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহর বা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসে করে যেতে হয়। অন্য হাসপাতালে মুমূর্ষু রোগীদের নেওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গরিব ও দুস্থ রোগীদের। যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’! অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক সহিদুল ইসলাম বলেন, আমি ঝিনাইদহে প্রতিদিন যাই না, মাঝে মধ্যে বিকালে যাই। টিএইচএ স্যারের সঙ্গে কথা বলেন বলে ফোন কেটে দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার বলেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার শহিদুল ইসলামের অনিয়মিত ডিউটি করেন এই ধরনের অভিযোগ আমরাও পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ইউএনও ইশরাত জাহান বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

 

সর্বশেষ খবর