মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সরকারি দপ্তরে পিডিবির বকেয়া শত কোটি টাকা

ময়মনসিংহ প্রতিনিধি

নামমাত্র বকেয়া থাকায় সাধারণ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এখন বকেয়া ৯৬ কোটি টাকা। এমন চিত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের। বিদ্যুৎ বিভাগ ব্যক্তি মালিকানা ও বেসরকারি প্রতিষ্ঠানে বিল আদায়ে কঠোর হলেও সরকারি দপ্তরগুলোতে অনেকটাই উদাসীন। তবে পিডিবির ভাষ্য, শিগগিরই তারা বিল আদায়ে কঠোর হবে। পিডিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা নিয়ে পিডিবির ময়মনসিংহ অঞ্চল। এই ছয় জেলায় পিডিবির আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় ১৩ লাখ।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী জানান, সিটি করপোরেশনের কোনো বকেয়া নেই। এই বকেয়াগুলো প্রাক্তন পৌরসভার। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বকেয়া টাকা কিস্তিতে পরিশোধ করা হচ্ছে।

এদিকে পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল হক জানিয়েছেন, আমরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। সারা না মিললে আমরা কঠোর হব। প্রয়োজনে সংযোগও বিচ্ছিন্ন করব।

 

 

সর্বশেষ খবর